আগামী ২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যাতে কোনোভাবেই প্রশ্ন ফাঁস কিংবা ভুয়া প্রশ্ন ছড়াতে না পারে সেজন্য সাইবার দুনিয়ায় নজরদারি শুরু করেছে র্যাব। এছাড়া এই অপতৎপরতা বন্ধে আন্ডার কাভার অপারেশন চালাবে তারা।
বুধবার এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, প্রশ্নফাঁস রোধে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি শুরু করেছে র্যাব। সাইবার পেট্রোলিং চলছে, চালানো হবে আন্ডারকাভার অপারেশন। ইতোমধ্যে র্যাব কার্যক্রম শুরু করেছে। ২/১ দিনের মধ্যে ফলাফল পাবেন আপনারা।
র্যাব সদস্যরা প্রতিটি পরীক্ষা হলে পরিদর্শন করবেন। অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন। তাদের কাছে কোনো তথ্য থাকলে সেগুলো নিয়ে কাজ করবেন বলে জানান বেনজীর আহমেদ।
নিউটি পড়তে ক্লিক করুন-https://bit.ly/2MDpqkQ